সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন(৪৫)।
আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকায় এঘটনা ঘটে। জামাল উদ্দিন ভোলা জেলার গোয়ালিয়ার চর থানার মনপুরা গ্রামের মোঃ হারুনের পুত্র। সে দীর্ঘদিন যাবত উল্লেখিত ভাটিয়ারী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
জানা যায়, স্ত্রী রেনু বেগমের সাথে জামালের মনোমালিন্য হয় শুক্রবার রাতে। এর জের ধরে আজ ভোরে সে ঘরের বীমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রেনু বেগম বাহির থেকে ঘরে ঢুকে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে রশি কেটে নিচে নামান। ততক্ষণে সে মারা যায়।
খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম শফিক ও এসআই নুরুন নবী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এব্যাপারে ওসি শফিক বলেন, পারিবারিক কহলের জেরে জামাল নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়েছে শুনেছি। লাশ উদ্ধার করে আমরা চমেক হাসপাতালে প্রেরণ করেছি। পোষ্টমোটেম রির্পোটের পর মৃত্যুর কারণ জানা যাবে।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply