রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখা কর্তৃক মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
বুধবার (৫ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি জোনায়েদ কবীর সােহাগের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী।
ব্যাংকের রাউজান শাখার ব্যবস্থাপক মােঃ লােকমান হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মােঃ শফিউল আজম,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল মােবারক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা সাব্বির আহমদ। কৃষকদের মধ্যে বক্তব্যে রাখেন মোঃ আবুল হাশেম। উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল, সমাজসেবা কর্মকর্তা মুনির হোছাইন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই রাউজানের কোথাও কাউকে কৃষি জমি খনন কিংবা ভরাট করতে দেওয়া হবেনা। তিনি আরো বলেন, কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদি না থাকে সে ব্যাপারে সবাইকে উদ্যোগী হতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলার ৪০ জন কৃষকের মাঝে বিশ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply