সীতাকুণ্ডে কেডিএস গার্ড কৃর্তক চালককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিক এর গার্ড কৃর্তক কাভার্ডভ্যানের চালককে মারধরের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়েছে চালক-হেলপাররা। এঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।  এসময় মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ী আটকা পড়ে চরম দূর্ভোগের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, কেডিএস লজিস্টিকে গাড়ি প্রবেশ নিয়ে কর্ভাডভ্যান চালক শাহাদাতকে মারধর করে এক সিকিউরিটি গার্ড। এঘটনার জেরে চালক-হেলপাররা মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে ব্যরিকেড দেয়। এসময় হাজার হাজার চালক হেলপাররা সিকিউরিটি গার্ডের বিচার চেয়ে বিক্ষোভ করে।

কাভার্ডভ্যান চালক কামাল বলেন, কেডিএস লজিস্টিকের শত শত গাড়ি রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে, ভিতরে পার্কিং করার পযাপ্ত জায়গা তাদের নেই। অন্যদিকে সড়কে গাড়ি রাখলে হাইওয়ে পুলিশ এসে মামলা দেয়, গাড়ি নিয়ে যায়। এছাড়া কেডিএস লজিস্টিকের দারোয়ানরা প্রায় সময় চালক ও হেলপারদের মারধর করে।

এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সীতাকুণ্ড মডেল থানার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ওসি(তদন্ত) সুমন বনিক, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম শফিক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনচার্জ জহির।

এরপর চালক হেলপার, কেডিএস কৃর্তপক্ষ এবং প্রশাসনের ত্রিপক্ষীয় আলোচনার পর চালকরা সড়ক থেকে ব্যরিকেড তুলে নেয়।

এব্যাপারে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চালকদের সাথে কেডিএস এর গার্ডদের সাথে মারধরের ঘটনায় চালকরা মহাসড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়ের সাথে আলোচনা করে মিমাংসা করার চেষ্টা করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *