সীতাকুণ্ডে লকডাউনের ৬ষ্ট দিনে অভিযানে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি:

চলমান লকডাউনের ৬ষ্ট দিনে সীতাকুণ্ড উপজেলায় প্রশাসনের অভিযান আব্যাহত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্নস্থানে সরকারী নির্দেশনা উপেক্ষা করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ১১ প্রতিষ্ঠানের মালিককে ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজীম উদ্দিন। অভিযানে বিকাল ৫ টার পর দোকান খোলা রাখার অভিযোগে উপজেলার ভাটিয়ারী, জলিল গেট, মাদামবিবিরহাট, কদমরসুল, ফুলতলা, ছোট কুমিরা, বড় কুমিরা এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, সরকার ঘোষিত চলমান লকডাউনে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং সরকারী নির্দেশ অমান্য করে বেঁধে দেওয়া সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে সহয়তা করেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

২৪ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *