বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আইসিইউ’তে ; দোয়া চাইলেন সন্তান নাসের খান চৌধুরী

ডেস্ক নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি’র সভাপতি, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ – ৯ (নান্দাইল) থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী গত ৮ ই জুলাই থেকে হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নান্দাইল উপজেলা বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে খুররম খান চৌধুরীর একমাত্র ছেলে নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার রোগমুক্তি কামনায় দেশবাসী তথা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

২৪ঘণ্টা/রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *