কাভার্ড ভ্যানের ধাক্কায় চট্টগ্রাম মহসিন কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে চট্টগ্রাম মহসিন কলেজের এক শিক্ষার্থী।

বুধবার বেলা সাড়ে ১২টার সময় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এ শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত মো. হাতিম হোসেন লিমন (২৩) চট্টগ্রাম হাজী মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মহলাদার পাড়া এলাকার মোহাম্মদ জাহেদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লিমনের ছোট ভাই হামিম এবারের জেডিসি পরীক্ষার্থী। বুধবার পরীক্ষা শেষে উপজেলার সুখছড়ি রহমানিয়া মাদ্রাসার কেন্দ্র থেকে ছোট ভাইকে আনতে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয় লিমন।

বেলা সাড়ে ১২টার সময় লিমনের মোটর সাইকেলটি বটতলী স্টেশনের কাছাকাছি গেলে চট্টগ্রাম মূখি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১১৩৯৪৩) এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আহসান হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল আরোহী লিমনের মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি তবে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং লিমনের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *