সীতাকুণ্ডের শীতলপুরে দোকানে ঢুকে গেলো কাভার্ডভ্যান নিহত ১,আহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাইছড়ির গামারীতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ সুমন (৩৮)। সে বি-বাড়িয়ার মোখলেস মিয়ার পুত্র। এঘটনায় আহত হয়েছে ৫ জন তাদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে তারা হচ্ছে হারুন ও আজিজ।

দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান

জানাযায়, সকালে মহাসড়কের পাশে চট্টগ্রামমুখী দাঁড়ানো একটি পিকআপকে (ভোলা ঢ ১১-০০৯১) একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুইটি গাড়ির একটি কুলিং কর্ণারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ৫জন আহত হয়। পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনারস্থলে এসে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় এলাকাবাসী।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল বলেন, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকানে ঢুকে গেলে এতে একজন পথচারী নিহত হয়, আহত হয় ৪জন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়ি দুইটি আটক করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *