চট্টগ্রামে রেকর্ড শনাক্ত ১৩১৫, মৃত্যু ১৭

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৩১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৫৮ এবং উপজেলা পর্যায়ে ৪৫৭ জন। একই সময়ে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩৫১৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩১৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৯ হাজার ৭৫১ জন। এর মধ্যে নগরে ৫৯,৮২২ জন এবং উপজেলা পর্যায়ে ১৯,৯২৯ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৫০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে

এন্টিজেন টেস্টে ১০০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ২১৮ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৩৭ জন, সাতকানিয়ায় ২৭ জন, বাঁশখালী ২৫ জন, আনোয়ারা ৪১ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ৩৩ জন, বোয়ালখালী ৩২ জন, রাঙ্গুনিয়া ৪২ জন, রাউজান ৬৯ জন, ফটিকছড়ি ৭৮ জন, হাটহাজারী ৩৫ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৪৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৬৯ এবং উপজেলায় ৩৮০ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *