সাংসদ মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চসিক মেয়রের শোক

চট্টগ্রাম ৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন।

আজ বৃহস্পতিবার সকালে চীন থেকে প্রেরিত এক শোক বার্তায় সিটি মেয়র বলেন, তিনি ছিলেন একজন একাত্তরের রনাঙ্গণের বীর সেনানী। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের সাথে তিনি কখনো আপোষ করেননি। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী সংগ্রামে তাঁর সোচ্চার কন্ঠ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মেয়র আরো বলেন শুধু তাই নয় তিনি একজন দক্ষ পার্লামেন্টারিয়ানও ছিলেন। পার্লামেন্টে গণ মানুষের দাবী তিনি সব সময় তুলে ধরতেন। এমন একজন বীর মুক্তিযোদ্ধা, দক্ষ পার্লামেন্টারিয়ান ও রাজনীতিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

মেয়র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও চসিক ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীও জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *