চবি প্রতিনিধিঃ
টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটাপাহাড় সড়ক সংলগ্ন একটি পাহাড় ধসে পড়েছে। শুক্রবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, এদিন সকালে হঠাৎ পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এ সময় পাহাড়ের একটি গাছও উপড়ে পড়ে। এতে কাটা পাহাড় সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ ঘটনায় তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে এবং আরও দুটির ক্ষতি হয়েছে।
এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া বলেন, ভারী বর্ষণের ফলে পাহাড়টি ধসে পড়েছে। আমরা রাস্তা পরিষ্কারের কাজ করছি। এর পাশাপাশি পাহাড়টির সুরক্ষা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
২৪ঘণ্টা/রাসেল
Leave a Reply