৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ষোলশহরস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় বক্তব্য রাখেন নগর যুবদল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী ও জনতা মিলে ক্যান্টেমেন্টের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করেছিলেন। আজ দেশের এ ক্রান্তিলগ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় অণুপ্রাণিত হয়ে ক্ষমতা লিপ্সু চক্রের কারাগার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে এনে স্বৈরাচারের কবল থেকে অচিরেই রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেবে জাগ্রত যুব সমাজ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি আজমর হুদা রিংকু, এস এম শাহ আলম রব, মো. শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আবু সুফিয়ান, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, মো. সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, হেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ওসমান গণি, শাহজালাল পলাশ, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, মো: সাগির, আজিজুল হক মাসুম, আলাউদ্দিন, মোহাম্মদ আলী, এনামুল হক এনাম, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, দিদারুল আলম, আসাদুজ্জামান রুবেল, সহ-সম্পাদক কামাল উদ্দিন, মনোয়ার হোসেন মানিক, জিয়াউল হক মিন্টু, মো. জহিরুল ইসলাম জহির, মো. মনজুর আলম, মো. হাসান, হামিদুল হক, হাফেজ কামাল উদ্দিন, এস এম ফারুক, ইলিয়াছ হাসান মঞ্জু, আশ্রাফ উদ্দিন, সিরাজ সিকদার, দেলোয়ার হোসেন, ওমর ফারুক স্বপন, আবু আহমেদ মিয়া, গুলজার হোসেন মিন্টু, ইদ্রিস আলম, আরিফ হোসেন, শেখ কামাল আলম, মো. জসিম, আনোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য লতিফুর বারী সুমন, কলিম উল্লাহ, আবদুল করিম, শওকত খান রাজু, মনজুর আলম মঞ্জু, মোর্শেদ কামাল, শাহেদ হোসেন খান পারভেজ, ইউনুস মুন্না, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবু বক্কর বাবু, মো. সাদেক, এস এম শাহবাজ, মো. হাসান, মো. ইউনুস, ফয়সল হোসেন মানিক, জহিরুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
Leave a Reply