চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বায়েজিদ স্টিল মিলের এক শ্রমিক।
বৃহস্পতিবার ভোরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম রিপন (২০) সে রংপুর জেলার পীরগাছা উপজেলার কাতিপাড়ার মোব্বাশের হোসেনের ছেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নগরীর রুবি গেইটে এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বায়েজিদ স্টিল মিলের শ্রমিক রিপন।
পরে আহত অবস্থায় রিপনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply