চট্টগ্রামে আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০৭

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৭৪ এবং উপজেলা পর্যায়ে ১৩৩ জন। একই সময়ে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৩৭১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫০৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯১ হাজার ২৮ জন। এর মধ্যে নগরে ৬৭,২৬৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৩,৭৬০ জন।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এন্টিজেন টেস্টে ৫৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় শূণ্য, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ৫ জন, আনোয়ারা ৮ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ১৯ জন, বোয়ালখালী ৪ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ৩৭ জন, হাটহাজারী ১৮ জন, সীতাকুণ্ড ২১ জন, মিরসরাই ৯ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৭২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬২৬ এবং উপজেলায় ৪৪৬ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *