রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে তিন ঘন্টা অপেক্ষার পর করোনার দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন শতাধিক প্রবাসী। দ্বিতীয় ডোজের টিকা নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হন কয়েক শতাধিক প্রবাসী।
টিকা নিবন্ধন সনদ ও পাসপোর্ট হাতে প্রবাসীরা দীর্ঘসময় দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন। অনেকেই বিরক্ত হয়ে মেঝেতে বসে পড়েন।রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই কয়েক শতাধিক প্রবাসী টিকা গ্রহনের জন্য আসেন। বিকেল পর্যন্ত ১১৬ জনকে সিনোফার্মা’র টিকা দেওয়া হয়। তন্মধ্যে দুইজন প্রবাসী মহিলাও টিকা গ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. শাহাদাত হোসেন,গিয়াস উদ্দিনসহ টিকা নিতে আসা আরো বেশ কয়েকজন প্রবাসী জানান, আমরা জুলাই মাসের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছি। আগস্টের ১১ তারিখ দ্বিতীয় ডোজ দেওয়ার কথা । নির্দিষ্ট সময় পার হলেও ক্ষুদেবার্তা না আসায় অনেক প্রবাসীকে উৎকন্ঠায় ছিলেন। কারণ অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে।
অনেক প্রবাসী জানান, দীর্ঘ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপেক্ষার পর দুপুরে স্বাস্থ্যকর্মীরা প্রবাসীদের ১৪ আগস্টের পর প্রবাসীদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আসতে বলেন। এ সময় প্রবাসীরা বলেন, ১৪ তারিখ নয় বুধবারই যেন টিকার ব্যাবস্থা করা হয়। না হলে প্রবাসীরা কর্মস্থলে ফিরতে বিপাকে পড়বেন। পরে আরো ঘন্টা দেড়েক অপেক্ষমান থাকার পর মুঠোফোনে ক্ষুদেবার্তা পাওয়া প্রবাসীদের টিকা দেওয়া শুরু হয়। এ সময় প্রবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে। রাউজান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ নুর আলম দীন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ আগস্ট থেকে সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিষয়টি আমরা ক্ষুদেবার্তার মাধ্যমে অবহিত করেছি। যাদেরকে ১১ আগস্ট দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল তাদেরকে দ্বিতীয় ডোজের টিকা বিকেল পর্যন্ত দেওয়া হয়।
২৪ঘণ্টা/রাসেল
Leave a Reply