রাউজান প্রেস ক্লাবে টিভি উপহার দিলেন আরব আমিরাত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সময়ের সংলাাপের সম্পাদক, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভি আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক বলেছেন, বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে সাংবাদিকতা সহজ হলেও মূলধারায় থাকা সংবাদ কর্মীদের মান এখনো বৃদ্ধি পাইনি। যারা মফস্বলে কাজ করে তাদের মান উন্নয়নে কাজ করতে হবে দায়িত্বশীল সাংবাদিক নেতাদের ।

সরকার দায়িত্বশীল সাংবাদিকদের নানা ভাবে সহযোগীতা করে যাচ্ছে। এটা ইতিবাচক দিক। সরকারের উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। তিনি রাউজানে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংসদ ফজলে করিম চৌধুরী ব্যাপক কর্মকান্ড তুলে ধরার আহবান জানান। তিনি গতকাল ১৯ আগষ্ট বৃহস্পতিবার রাউজান প্রেসক্লাবে একটি এল ই ডি টিভি প্রদান অনুষ্ঠানে এই কথা গুলো বলেন। প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত টিভি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন যুবাইয়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমাম, সদস্য লোকমান আনচারী, শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক শিবলী আল সাদিক রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগীতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *