সাংসদ বাদলের মৃত্যুতে পুলিশ সুপার মিনার শোক

চট্টগ্রাম ৮ বোয়ালখালী সংসদীয় আসনের সংসদ সদস্য , বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খাঁন বাদলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নুরেআলম মিনা।

শুক্রবার প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন, মঈন উদ্দিন খাঁন বাদলের মৃত্যু জাতির জন্য নি:সন্দেহে অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন প্রজ্ঞাবান ও বিরল রাজনীতিবিদের অভাব জাতি দীর্ঘদিন অনুভব করবে। চট্টগ্রাম অঞ্চলের মানুষ এ মৃত্যুতে একজন গুনী অভিবাবক’কে হারালো।’

পুলিশ সুপার আরও বলেন, তাঁর মতো একজন দেশ প্রেমিক, বিচক্ষণ ও নীতিবান রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাহফেরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যকে এ অপূরণীয় ক্ষতি ও প্রিয়জন হারানোর বেদনা বহন করার শক্তি দান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *