চট্টগ্রামে মৃত্যু ও শনাক্ত কমে ৫-২১৯

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১৯ এবং উপজেলা পর্যায়ে ১০০ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৪১৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৭ হাজার ৩৫২ জন। এর মধ্যে নগরে ৭১,১২৩ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,২২৯ জন।

তিনি বলেন, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ২৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরায়াল হাসপাতালে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ৯ জন, বোয়ালখালী ২১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৩০ জন, ফটিকছড়ি ৮ জন, হাটহাজারী ৮ জন, সীতাকুণ্ড ৬ জন, মিরসরাই ৬ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৭০ এবং উপজেলায় ৫১৩ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *