হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে ৩১০পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম-ক সার্কেল হাটহাজারী ইউনিট।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদন হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সানাউল্ল্যাহ পাড়ার মূছা ড্রাইভারের বাড়ির মৃত নুর মিয়ার পুত্র।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদনহাট বাজারে হতে ৩১০ পিস ইয়াবা সহ একাধিক বিচারাধীন মাদক মামলার আসামী নাসির উদ্দিন প্রকাশ নাছের কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply