আফগানিস্তান থেকে চূড়ান্ত প্রত্যাহার চলাকালে মার্কিন সামরিক বাহিনী তাদের কুকুর কাবুল বিমানবন্দরে রেখে গেছে এমন কথা মঙ্গলবার অস্বীকার করেছে পেন্টাগন। খবর বিজনেস ইনসাইডার ও এএফপির।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটার বার্তায় বলেন, ‘ভ্রান্ত খবর সংশোধন করে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী সামরিক কাজে ব্যবহার করা কুকুরসহ কুকুরের কোনো খাঁচা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে ফেলে আসেনি।’
ওই টুইটার বার্তায় কিরবি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ফটোগ্রাফে আফগানিস্তানের একটি পশু আশ্রয়কেন্দ্রে যেসব কুকুর দেখা যাচ্ছে সেগুলো মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা কুকুর না।’
দেশের ‘অভ্যন্তরীণ সূত্রের’ বরাত দিয়ে পশু অধিকার রক্ষা গ্রুপ পেটা (পিইটিএ) জানায়, ৬০টি বোমা শনাক্তকারী কুকুর এবং অন্যান্য কাজে ব্যবহার করা আরো ৬০টি কুকুর ফেলে যাওয়া হয়েছে। এসব প্রাণী পর্যাপ্ত খাবার বা পানির অভাবে চরম কষ্ট ভোগ করছে।
এ গ্রুপের এক বিবৃতিতে পেটা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছে।
এ গ্রুপ আরো জানায়, আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া মার্কিন পরিবারের অধিকারে থাকা কয়েক ডজন পোষা প্রাণীর ব্যাপারেও তারা উদ্বিগ্ন। তারা জানায়, এসব প্রাণী রাস্তায় ছেড়ে দিলে সেগুলোর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
এন-কে
Leave a Reply