ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচিত স্থানীয় সাংসদ সদস্য ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জান চৌধুরী জাবেদ।

ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে যথাসম্ভব শান্ত থাকা, গুজবে কান না দেওয়া ও গুজব না রটিয়ে দূর্যোগের সময় নিয়োমিত রেডিও শুনা, বিপদ সংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে উপকুল এলাকার আশ্রয় কেন্দ্রর গিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহবান জানান। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দ্যেশে পৃথক এক বাতায় জানিয়েছেন দুর্যোগের সময় গর্ভবর্তী মা-নারী-শিশুদের আগে আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগীতা করার কথা বলেছেন।

তিনি বলেন, গবাদি পশুর দড়ি খুলে নিরাপদ স্থানে নেওয়া। আশ্রয় কেন্দ্রর যাওয়া সময় শুকনো খাবার ও জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে সুরক্ষিতভাবে পুতে রাখা, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখা, লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখা, মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা এবং ঝড় শুরু হলে পরিস্থিতি বুঝে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য এলাকাবাসির দৃষ্টি আকর্ষণ করেছেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি বেতারে সংবাদ ঘোষনা করা হয়। চট্টগ্রামের ৯ নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা উপজেলা প্রশাসন কর্মকর্তা প্রকৃতির দূর্যোগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

তিনিও ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছ। আনোয়ারায় আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে। একটা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেন।

আনোয়ারা উপকূলীয় অঞ্চলগুলো নিরাপত্তার জন্য নিকটতম সাগর এবং নদীতে পরিবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাছ ধরা সকল নৌযান চালাচল বন্ধ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *