ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রতিবেশি দেশ ইয়েমেন থেকে চালানো দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণের ইস্টার্ন প্রদেশ ও নাজরান এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক নতুন রাষ্ট্রদূত হ্যান্স গ্রান্ডবার্গ আজ রোববার আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নিতে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এসব হামলা চালানো হয়।

তবে এসব হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এএফপি’কে বলেছে, ‘তিনটি ড্রোন হামলার পাশাপাশি দুটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে।’

এ জোটের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র পরিচালিত আল-ইকবারিয়া টেলিভিশনেও এসব হামলা ঠেকিয়ে দেয়ার খবর পরিবেশন করা হয়। তাদের খবরে বলা হয়, জোট বেসামরিক নাগরিকদের রক্ষায় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে।

সৌদির দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার চারদিন পর ফের এই হামলা চালানো হয়। সেখানে ওই ড্রোন হামলায় আটজন আহত ও একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়।

হুতি বিদ্রোহীরা সানা দখল করে নেয়ার পরপরই ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া সরকারের পক্ষে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব হস্তক্ষেপ করে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *