পানশিরের আকাশে তালেবানের পতাকা

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর-পূর্বাঞ্চলীয় পানশির প্রদেশে পতাকা উড়ানোর ভিডিও প্রকাশ করেছে তালেবান। শুধু পানশিরই তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। গতকাল সোমবার সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানানোর পর এবার পতাকা উড়াল তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। পানশিরের বিদ্রোহীরা অবশ্য এখনও লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সব জায়গা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)।

এদিকে পানশিরের গভর্নরের কার্যালয়ের সামনে ইসলামের কালেমালিখিত সাদা পতাকা উত্তোলন করেছে তালেবান। পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ করেছে রয়টার্স।

অন্যদিকে এনআরএফ নেতা আহমাদ মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক অডিওবার্তায় তালেবানের রাজনৈতিক ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

সব আফগানের উদ্দেশে আহমাদ মাসুদ বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, দেশের ভেতরে বা বাইরে, আমাদের দেশের মর্যাদা, স্বাধীনতা ও গতিশীলতার জন্যে জাতীয় জাগরণ গড়ে তুলুন।’

১৯৮০ এর দশকে সোভিয়েত বাহিনী এবং ১৯৯০ সালে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে পানশির উপত্যকা প্রতিরোধের স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পর ৩১ আগস্ট চলে যায় সর্বশেষ মার্কিন সেনারা। তালেবান শাসন ঠেকাতে এ সময় পানশিরে স্থানীয় নেতা আহমাদ মাসুদের নেতৃত্বে তালেবানবিরোধী প্রতিরোধযুদ্ধ গড়ে তোলা হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *