ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ছয় জন ও রাজশাহীতে পাঁচ জনের মৃত্যু হয়। ময়মনসিংহে মৃত ছয় জনের সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া রাজশাহীতে মৃত পাঁচ জনের মধ্যে এক জন করোনা পজিটিভ ছিলেন। অপর চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান ব্যাপারী (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার রামিম (২৫), আলতাবুর রহমান (৭০) ও জামালপুরের খোরশেদ আলী (৭০)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ১১০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে পাঁচ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৯ জন। এ ছাড়া ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় ৪৮ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন তিন জন।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে রাজশাহীর এক জন, নাটোরের দুজন, পাবনার এক জন ও নওগাঁর এক জন রয়েছেন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ২৪০টি শয্যার বিপরীতে ১৫৫ জন রোগী ভর্তি রয়েছে।
এন-কে
Leave a Reply