এ বার ওটিটিতে শিল্পা শেঠি

ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের জন্য প্রস্তুত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আসন্ন সিনেমা নিয়ে খুবই উচ্ছ্বসিত শিল্পা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, এ বার ওটিটিতে দর্শকের মন জয় করতে চান শিল্পা শেঠি। তিনি জানিয়েছেন, সেভেন্টি এমএম স্ক্রিনে পুরোদমে যাওয়ার জন্য প্রস্তুত।

একটি ওটিটি সিরিজের জন্য কথা বলছেন শিল্পা শেঠি, যেখানে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। একজন চিত্রনায়িকাকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে, যেটি সুস্মিতা সেনের আর্য সিরিজের মতোই। চূড়ান্ত খবর পেতে আরও কিছু সময় লাগবে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন শিল্পা।

গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। তিনি এখন কারাগারে রয়েছেন।

পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিয়েছিলেন শিল্পা শেঠি। তিন সপ্তাহ পরে গত ১৭ আগস্ট শুটিংয়ে ফেরেন তিনি। তিন সপ্তাহ পর সেটে ফেরায় নাচভিত্তিক রিয়েলিটি শোয়ের টিম তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

শিল্পা শেঠি কুন্দ্র হিন্দি সিনেমায় ফিরেছেন ‘হাঙ্গামা টু’ দিয়ে, যেটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ২৩ জুলাই। এতে শিল্পা ছাড়াও অভিনয় করেছেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *