ভিসা জটিলতা কাটিয়ে আইপিএলে গেলেন মুস্তাফিজ

গত রোববার রাতেই সাকিব আল হাসানের সঙ্গে আইপিএল খেলতে উড়াল দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু, ভিসা জটিলতায় সেদিন আর যেতে পারেননি কাটার মাস্টার। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে গতকাল সোমবার রাতে আইপিএল খেলতে সংযুক্ত আর আমিরাতে গেলেন মুস্তাফিজ।

গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে সস্ত্রীক দুবাইয়ে উড়াল দিয়েছেন মুস্তাফিজ।

এর আগে প্রথম পর্বেও স্ত্রীকে নিয়ে আইপিএলে গিয়েছিলেন মুস্তাফিজ। এবার সংযুক্ত আরব আমিরাত পর্বেও স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলেন তিনি।

এবারের আইপিএলে রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজ। দলটির হয়ে প্রথম পর্বে বল হাতে দারুণ কাটেছে তাঁর। রাজস্থানের হয়ে সাত ম্যাচ উইকেট নেন আটটি। বোলিংয়েও ছিলেন মিতব্যয়ী।

আইপিএল থেকে ফিরে গত কয়েক মাসে দেশের জার্সিতেও দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে বেশ কার্যকারী বোলিং করেছেন তিনি।

ভারতের কোভিডের প্রকোপ প্রবলভাবে বাড়তে থাকায় গত ৪ মে স্থগিত হয় এবারের আইপিএল। অনেক অপেক্ষার পর অবশেষে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে যাচ্ছে আগামী রোববার থেকে। ভারত থেকে আসর সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে।

নতুন সূচিতে সাকিবদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। পরদিনই মুস্তাফিজদের ম্যাচ, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *