ক্যাসিনো ও পেছনের ইতিহাস

.jpg

ক্যাসিনো জুয়া খেলার একটি নির্দিষ্ট স্থান যাকে বাংলায় জুয়ার আড্ডা বা আসর বলা যায়। সাধারণত ক্যাসিনো এমনভাবে বানানো হয় যে এর সাথে হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, আনন্দভ্রমণ জাহাজ এবং অন্যান্য পর্যটন আকর্ষণ থাকে৷ কিছু কিছু ক্যাসিনোয় সরাসরি বিনোদন প্রদান যেমন স্ট্যান্ড আপ কমেডি, কনসার্ট, খেলাধুলা ইত্যাদির ব্যবস্থা থাকে।

আসুন জেনে নেই ক্যাসিনোর উৎপত্তি সম্পর্কে

ক্যাসিনো ইতালীয় ভাষার শব্দ যার বাংলা আভিধানিক অর্থ ঘর। ক্যাসিনো বলতে ছোট ঘর, গ্রীষ্মকালীন ঘর কিংবা সামাজিক ক্লাবকে বোঝানো হতো। ১৯ শতকের দিকে ক্যাসিনো বলতে এমনসব ভবনকে বোঝানো হতো যেখানে আনন্দদায়ক কাজকর্ম হতো যেমন নগরের সামাজিক অনুষ্ঠান যেখানে নাচ, গান, জুয়া ও ক্রীড়ার ব্যবস্থা থাকতো। আধুনিক দিনে ইতালিতে বিভিন্ন অর্থে তারা ক্যাসিনো ব্যবহার করে। প্রায় দুই হাজার বছর আগে জুয়া খেলার উত্থান।

জুয়ার উৎপত্তি সম্পর্কে খুব একটা ধারণা নেই কারোই । ইতিহাসের প্রায় সব সমাজেই কোন না কোন রূপে জুয়ার প্রচলন ছিলো। প্রাচীন গ্রীক-রোমান থেকে নেপোলিয়নের ফ্রান্স থেকে বর্তমান বাংলাদেশ সব খানেই জুয়ার অস্তিত্ব পাওয়া যায়।

আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেপালসহ অসংখ্য দেশে গড়ে উঠেছে এই টাকা উড়ানোর আসর। অনেক ধনাঢ্য ব্যক্তি খেলার ছলে মনোরঞ্জনের জন্য এসব ক্যাসিনোতে এসে থাকেন।

ইউরোপের ভেনিস ১৬৩৮ সালে সর্বপ্রথম জানা ক্যাসিনো প্রতিষ্ঠিত হয়। ১৭৭৪ সালে এটাকে বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশের ইতিহাসে ক্যাসিনো

বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। ইসলামে জুয়া সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। তবে জুয়া বাংলাদেশের একটি অতিপরিচিত শব্দ। গ্রাম বা শহরের অলিতে গলিতে চোখ মেললেই দেখা মিলে জুয়ার আসর। তবে বেশ কয়েক বছর আগে এটা এতোটা খোলামেলা ছিলো না। কিন্তু সাম্প্রতিক সময়ে গুঞ্জন আসে এবং দেশের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক ক্যাসিনো-এর খোঁজ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে সরকার প্রধান শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনিক তৎপরতা চালানোর নির্দেশ দেন।

সম্প্রতি র‍্যাব ও পুশিরের এর অভিযানে রাজধানীসহ সারাদেশে কয়েকটি ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়। এ ক্যাসিনো গুলো পরিচালনা করেন রাজনৈতিক ক্ষমতাধর কিছু নেতা।

[youtube content=”thwc5aXJPrw”]

আরো:: বিসিবির পরিচালক লোকমান আটক

Comments

One response to “ক্যাসিনো ও পেছনের ইতিহাস”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *