বিগ বস ওটিটি জিতলেন দিব্যা, তৃতীয় শমিতা

বিগ বস ওটিটি জিতলেন দিব্যা, তৃতীয় শমিতা

এক সমীক্ষায় আগেই জানা গেছিল যে, বিগ বস ওটিটি’র বিজেতা হতে যাচ্ছেন দিব্যা আগারওয়াল। ভারতীয় ভক্ত-সমর্থকদের দেয়া রায় মিলে গেল সেই সমীক্ষার সঙ্গেই! বিগ বস ওটিটির প্রথম সংস্করণের বিজয়ী হলেন দিব্যাই। আর তৃতীয় হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বোন শমিতা শেঠি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠান চলাকালীনই খবরটি সবার আগে টুইটারে ফাঁস করে দেন গওহর খান। দিব্যাকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন বিগ বস প্রতিযোগী গওহর লেখেন, ‘অভিনন্দন দিব্যা! খুব ভালো খেলেছো, শমিতা, নিশান্ত। প্রতীক তোমার সঙ্গে দেখা হবে বিগ বস ১৫-র মঞ্চে’।

এদিন বিগ বস ওটিটির ট্রফি ছাড়াও ২৫ লাখ টাকার পুরস্কার মূল্য জিতে নেন দিব্যা। দ্বিতীয় স্থানে শেষ করেন নিশান্ত, আর তৃতীয় স্থান তথা দ্বিতীয় রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো শমিতা শেঠিকে। বিগ বস ওটিটির অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন শিল্পা সহোদর। তবে প্রথম দু’জনের মাঝেও জায়গা হলো না তাঁর।

পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট। তবে ফাইনালে টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রতীক সহজপাল। বিগ বস ১৫-এর প্রথম নিশ্চিত প্রতিযোগী এই প্রতীক। পাশাপাশি বিগ বস ওটিটির বিজেতা দিব্যা আগারওয়ালকেও দেখা যাবে বিগ বস ১৫-র মঞ্চে।

ফাইনালের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রীতেশ-জেনেলিয়া জুটি। এবার ওটিটির পর্ব শেষ। শুরু হতে চলেছে বিগ বস-এর ১৫ নম্বর সিজন। ফের একবার সঞ্চালকের ভূমিকায় থাকবেন বলিউড হার্টথ্রুব সুপারস্টার সালমান খান। তবে সবার নজর এখন বিগ বসের প্রতিযোগী তালিকার দিকেই।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *