আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পক্ষ নিয়ে পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন দাবি করেছেন।
আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পিছুহটা নিয়ে মার্কিন রাজনীতিবিদদের দোষারোপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন বক্তব্য এসেছে।-খবর এনডিটিভির
রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ইমরান খানকে। আফগানিস্তানে আমেরিকান ব্যর্থতার দায় ইসলামাবাদের ওপরও চাপিয়ে দেওয়ার চেষ্টার জবাবে তিনি আরও বলেন, একজন পাকিস্তানি হিসেবে কয়েকজন আমেরিকান সিনেটরের মন্তব্যে মর্মাহত হয়েছি।
আফগানিস্তানের বিপর্যয়ের পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, যা খুবই যন্ত্রণাদায়ক বলে মনে করছেন সাবেক এই ক্রিকেট তারকা। ৯/১১ সন্ত্রাসী হামলার সময় পাকিস্তানি অস্থিরতা চলছিল। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা পারভেজ মোশাররফ সবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। টিকে থাকার জন্য তার মার্কিন সহায়তার দরকার ছিল।
আমেরিকার সামরিক সহায়তার বিনিময়ে আফগানিস্তানের অভিযানে সহায়তা মারাত্মক ভুল ছিল বলে মনে করেন ইমরান খান। এতে মুজাহিদ বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে সোভিয়েতবিরোধী মার্কিন অভিযানের অংশ হিসেবে দুদশক আগে ওই মুজাহিদ বাহিনী গড়ে তুলেছিল পাকিস্তানি গোয়েন্দারা।
তিনি বলেন, বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে মুজাহিদদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। এটি ছিল পবিত্র যুদ্ধ জিহাদ।
ইমরান খান বলেন, কিন্তু যখন আমেরিকা অভিযান চালায়, সেই সব লোকদেরই বলা হচ্ছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে সন্ত্রাসবাদ। তখন তারা আমাদের বিপক্ষে চলে গেলেন। আমাদের মার্কিন দোসর বলে আখ্যায়িত করলেন।
Leave a Reply