সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার বিকাল ৪টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুর্ষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজি রিয়াজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মুখ্য আলোচক হিসেবে থাকবেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মুহাম্মদ শাহজাহান, দি চিটাগং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগরের সভাপতি ও তথ্য কমিশনের সাবেক সচিব ও জেলা প্রশাসক মুহাম্মদ মহিবুল হোসেইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সাহেনা আক্তার, বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম, মহানগর পিপি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. ফখরুদ্দীন চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম. জাফর উল্লাহ এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। সভাপতিত্ব করবেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন।উক্ত অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, মানবিক হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
Leave a Reply