৬০ বছর বয়সে ফুটবল খেলে রেকর্ড

৬০ বছর বয়সে ফুটবল খেলে রেকর্ড

৬০ বছর বয়সে ফুটবল মাঠ মাতাচ্ছেন! শুনে কি অবাক হচ্ছেন? অবাক করা হলেও সত্যি। এই বয়সেও যে মাঠে ফুটবল মাঠ মাতানো যায় সেটিই যেন প্রমাণ হলো। আর এই রেকর্ড গড়েছেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট রনি ব্রান্সভিক।

কনকাকাফ লিগের একটি ম্যাচে খেলতে মাঠে নেমে রেকর্ড গড়েছেন সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট রনি ব্রান্সভিক। রাজনৈতিক দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য মুক্তি পাওয়ার আশায় ৬০ বছর বয়সে আন্তর্জাতিক ক্লাব পর্যায়ের ম্যাচ খেলতে তিনি মাঠে নেমেছিলেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) লিগে হন্ডুরাসের ক্লাব সিটি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ইন্টার মোয়েনগোটাপের অধিনায়ক হিসেবে খেলেন তিনি। ক্লাবটির মালিকও তিনি।

পুরো ৯০ মিনিটের ম্যাচে ব্রান্সভিক খেলেছেন ৫৪ মিনিটের মতো। তবে শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। হন্ডুরাসের ক্লাবটির কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্রান্সভিক ৬১ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ফরোয়ার্ড হিসেবেই খেলেন তিনি। ব্রান্সভিকের সঙ্গে তার ছেলে ডামিয়ানও নেমেছিলেন মাঠে।

এদিকে পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি এর আগে করেছিলেন এজেলদিন বাহাদের। ৭৫ বছর বয়সী এই মিসরীয় পেশায় ছিলেন স্থপতি।

২০২০ সালের মার্চে মিসরের তৃতীয় বিভাগে ৬ অক্টোবর দলের হয়ে নেমে গোলও করেছিলেন এই বাহাদের। পরে অক্টোবরে নিজের ৭৫তম জন্মদিনের এক মাস আগে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন। বাহাদেরের সে ঘটনা রেকর্ড হলেও সেটি ছিল তৃতীয় স্তরের ফুটবল।

তবে ইন্টার মোয়েনগোটাপে ও অলিম্পিয়ার ম্যাচটি ছিল মহাদেশীয় প্রতিযোগিতায়। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ১০০ ডলার করে উপহারও দিয়েছেন ব্রান্সভিক।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *