ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লিভারপুলের হয়ে ১০০ গোল করলেন মোহাম্মদ সালাহ। সতীর্থরা করলেন আরও দুই গোল। তবুও জিতল না লিভারপুল।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ছয় গোলের ম্যাচে লিভারপুলকে রুখে দিয়েছে ৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা ব্রেন্টফোর্ড। প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
ব্রেন্টফোর্ডের মাঠে ৬৭ শতাংশ সময় বল দখলে রাখে ইয়ুর্গেন ক্লপের দল। গোলের জন্য ১৬টি শট নেয় লিভারপুল। অন্যদিকে, নবাগত ব্রেন্টফোর্ডের ১২ শটের ৪টি লক্ষ্যে ছিল। তবুও প্রথমেই এগিয়ে যায় নবাগতরাই।
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ইভান টনির ব্যাক ফ্লিকে বিভ্রান্ত হয়ে পড়ে লিভারপুল ডিফেন্স। আর সে সুযোগে গোল করেন ইথান পিনক। দূরের পোস্টে বাঁ পায়ের টোকায় জাল খুঁজে নেন তিনি।
অবশ্য তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিট পরই ম্যাচে ফেরে অতিথিরা। মোহাম্মদ সালাহ পাস দেন জর্ডান হেন্ডারসনকে। ডান প্রান্ত থেকে আসা হেন্ডারসনের ক্রসে মাথা লাগিয়ে দলকে ম্যাচে ফেরান দিয়েগো জোতা। সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে সালাহর গোলে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৫৪তম মিনিটে ফাবিনিয়োর ক্রসে কাছ থেকে গোলরক্ষককে ফাঁকি দেন সালাহ। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুলে। তবে ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে এটা মিশরীয় তারকার শততম গোল। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে সালাহর গোল ১০২টি। বাকি দুটি চেলসির হয়ে।
দ্য রেডস খ্যাত দলটির ১৩তম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগে এই মাইলফলক স্পর্শ করলেন সালাহ। এর মধ্যে সালাহসহ চারজন এটি করে দেখিয়েছেন প্রিমিয়ার লিগ নামকরণের পর।
তবে সালাহর রেকর্ডের সে আনন্দ মুছে গেছে ৯ মিনিট পর। ম্যাচের ৬৩তম মিনিটে ভিটালি জ্যানেট স্বাগতিকদের সমতায় ফেরান দারুণ এক গোলে। ইয়ানসনের প্রচেষ্টা ক্রসবারের নিচের দিকে লেগে ফেরার পর হেডে বল জালে জড়ান ভিটালি।
অবশ্য ৪ মিনিট পরই আবার এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৬৭তম মিনিটে দলকে দ্বিতীয়বার এগিয়ে দেন কার্টিস জোন্স। এই তরুণ গোল করেই মাঠ ছাড়েন, মাঠে নামেন ফর্ম হারিয়ে খোঁজা রবার্তো ফিরমিনো।
যদিও এই বদলি খুব একটা কাজে আসেনি। উল্টো ম্যাচের ৮২তম মিনিটে ব্রেন্টফোর্ডকে আবার সমতায় ফেরান ইয়োন ভিসা। এর ৪ মিনিট পর টনি ব্রেন্টফোর্ডকে জয় এনে দিয়েছেন বলেই মনে হয়েছিল। কিন্তু বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
এই ড্রয়ে আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারালেও একমাত্র দল হিসেবে প্রিমিয়ার লিগে অপরাজিত থাকল লিভারপুল। ৬ ম্যাচে চার জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসিকে হারানো ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে তিনে দ্যা ব্লুজ খ্যাত দল চেলসি। যথাক্রমে ৪ ও ৫ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের পয়েন্টও ১৩ করে।
এন-কে
Leave a Reply