একাদশে ফিরছেন সাকিব!

একাদশে ফিরছেন সাকিব!

অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে আজ মঙ্গলবারই (২৮ সেপ্টেম্বর) কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে ফিরতে পারেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচেই চোটে পড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আর তারপরই জানা যায়, রাসেলের চোটে দলে সুযোগ পেতে পারেন সাকিব। এদিকে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও জানিয়েছে, রাসেলের জায়গায় ফিরছেন সাকিব। তাদের করা সম্ভাব্য একাদশেও রাখা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

আইপিএলের চলতি আসরের প্রথম পর্বে সাত ম্যাচ খেলেছিল ইয়ন মরগ্যানের কেকেআর। সেই সাত ম্যাচের চারটিতেই একাদশের বাইরে বসে থাকতে হয়েছিল সাকিব আল হাসানকে। চিত্র বদলায়নি আরব আইপিএলের আরব আমিরাত অংশেও। এ পর্বে এখনো অবধি কলকাতা তিনটি ম্যাচ খেলে ফেললেও একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি সাকিব।

এর আগে সাকিবের জায়গায় নিজের অবস্থান মোটামুটি পাকাপোক্ত করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। গত ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন এই ক্যারিবিয়ান। যদিও কলকাতার আগের ম্যাচে খুব একটা সফল ছিলেন না নারিন।

করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে দুই উইকেট নিয়েছিলেন সাকিব।

এর আগে কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে দুটি আইপিএল শিরোপা জিতেছেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেওয়ায় সমর্থকরা নাইট রাইডার্স কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয়েছিল। মাঝে দুই মৌসুম সানরাইজ হায়দরাবাদে কাটালেও এ বছর কেকেআর ৩.২ কোটি রুপিতে সাকিবকে পুনরায় নিলামে কিনে নেয়। এই দলের হয়েই তিনি টানা সাত বছর খেলেছিলেন।

এদিকে, আজকের ম্যাচে বাদ পড়লেও রাসেলকে নিয়ে আশা ছাড়ছে না কেকেআর। দলটির পরামর্শক ডেভিড হাসি বলেন, ‘আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার সে। একটাই প্রার্থনা, রাসেল যেন দ্রুত সুস্থ হয়ে নাইট জার্সিতে মাঠে নামতে পারে।’

একই প্রার্থনা কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যানেরও। এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘রাসেলের চোট কোন অবস্থায় আছে, সেটি এখনো বোঝা যাচ্ছে না। আমরা চাইব, সে যেন দ্রুত মাঠে নামতে পারে।’

কলকাতার সম্ভাব্য একাদশ
শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, সাকিব আল হাসান, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনিল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ কৃষ্ণা ও বরুন চক্রবর্তী।

দিল্লির সম্ভাব্য একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত, ললিত যাদব, শিমরান হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিক নর্টজে ও আভেশ খান।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *