২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক বিমান যাত্রীর ল্যাগেজে মিলল ৭০ পিস স্বর্ণের বার।
আজ ১১ নভেম্বর সোমবার সকাল দুপুরে আবুধাবী থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা যাত্রী মো. আখতারুজ্জামানের লাগেজ তল্লাশী করে স্বর্ণ বার গুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দার টিম। এসব স্বর্ণ বারের ওজন ৮ কেজি ২০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি টাকা।
এসময় বিমান যাত্রীকে আটক করার কথা জানিয়েছেন শুল্ক গোয়েন্দা টিম। আটক যাত্রী মো. আখতারুজ্জামান খান চট্টগ্রামের পটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বর্ণ আনছে যাত্রী। এর মধ্যে সকাল ১১টার সময় আবুধাবী থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে পৌছে।
ওই বিমানে আসা যাত্রী আখতারুজ্জামানের ল্যাগেজ তল্লাশী করা হলে লাগেজে থাকা ৪টি চার্জার লাইটের ব্যাটারি রাখার খোপের ভেতরে সুকৌশলে রাখা ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
এ ঘটনায় বিমান যাত্রী আখতারুজ্জামনকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মো. রিয়াদুল ইসলাম।
এর আগেও ১৮ অক্টোবর চার্জার লাইটের ভেতরে কৌশলে আনা ১৩০ পিস স্বর্ণবারের বড় চালান উদ্ধার করেছিলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল সাড়ে ৭ কোটি টাকা।
Leave a Reply