সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশু কণ্যার মা সীতাকুণ্ড থানায় বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় ধর্ষণকারী শামীম উল্লাহ ওরফে শম্ভু(২০) রবিবার রাতে আটক করার পর সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কারাগারে প্রেরিত ধর্ষক শামীমের বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকার বড়ইতলা ২ নং সমাজে বসবাস করে আসছেন। তার পিতার নাম আবুল কাসেম।
সীতাকুণ্ড মডেল থানার মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ছলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২ নং সমাজে তিন বছরের শিশু কন্যা আয়েশা (ছদ্মনাম) বাড়িতে রেখে অন্যান্য দিনের মত কাঠ ও পানি সংগ্রহ করতে বাইরে যায় তার মা। পরে সন্ধ্যার দিকে পানি ও কাঠ নিয়ে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে খুব কান্নাকাটি করছে।
মা শিশুকণ্যাকে জিজ্ঞেস করলে একই এলাকার বাসিন্দা শামীম উল্লাহ শম্ভু তাকে খারাপ কাজ (ধর্ষণ) করেছে বলে সে জানায়। এর পর তাকে স্থানীয় ফার্মেসী থেকে ঔষধ এনে খাওয়ালেও তার কোনো উন্নতি না দেখে গত ৬ নভেম্বর চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিক পরীক্ষায় শিশুটি ধর্ষিত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে। এ ঘটনায় শিশুটির মা গত ১০ নভেম্বর রবিবার রাতে সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা করে। পরে একই দিন রাতে পুলিশ ধর্ষক শামীম উল্লাহ শম্ভুকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমুল থেকে গ্রেফতার করে পরদিন কোর্টে প্রেরণ করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply