চট্টগ্রাম সিটি করপোরেশনর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছে কারাবন্দী যুবলীগ নেতা নুরু মোস্তফা টিনু।
দিনভর ভোট গ্রহন শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং অফিসার দায়িত্বপালনকারী জাহাঙ্গীর হোসেন।
ট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, ‘নির্বাচনে ৬ হাজার ৯৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ নিয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী নুর মোস্তফা টিনু কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ব্যাডমিন্টন র্যাকেট মার্কার প্রার্থী আব্দুর রউফ।’
ঘোষিত ফলাফলে দেখা গেছে, নিজেকে যুবলীগ নেতা পরিচয়দানকারী নুর মোস্তফা টিনু ৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ পেয়েছেন ৭৭৩ ভোট। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র ১৬ ভোট বেশি পেয়েছেন।
চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে সর্বমোট ৬ হাজার ৯৩২টি ভোট পড়েছে। ভোটের শতকরা হার ২১ দশমিক ৬৩ শতাংশ।
চকবাজার ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩২ হাজার ৪১। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রের ৮৬টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন ছিল। কেন্দ্রের বাইরে ছিল র্যাব-পুলিশের কঠোর অবস্থান। কেন্দ্রের আশপাশে দিনভর কোনো জটলা করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, ‘একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কোনো অসন্তোষ ছিল না।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২১ জন, যার মধ্যে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির একজন এবং বাকি দু’জন স্বতন্ত্র।
চলতি বছরের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সাইয়েদ গোলাম হায়দার মিনটু। চট্টগ্রাম পৌরসভার কমিশনার থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর পর্যন্ত- তিনি ছিলেন সাতবারের নির্বাচিত জনপ্রতিনিধি। জামায়াত-শিবির অধ্যুষিত ওই ওয়ার্ডে সাবেক বামপন্থী রাজনীতিক থেকে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়া মিন্টু কোনোদিন ভোটে হারেননি। গত ১৮ মার্চ তিনি মারা যান।
Leave a Reply