নুসরাত হত্যা: পুরুষ আসামিদের কুমিল্লা,নারীদের চট্টগ্রাম স্থানান্তর করা হবে

ফেনী জেলা কারাগার থেকে নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

ফেনী জেলা কারাগারের ডেপুটি জেল সুপার মনিরুল ইসলাম সোমবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১৪ জনকে কুমিল্লায় ও দুইজন মহিলা আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। ১৪ জনের মধ্যে ১৩ জনকে মঙ্গলবার কুমিল্লাতে পাঠাবো।

বাকি একজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ দৌলার ১৩ তারিখ আদালতে ৫টি মামলার দিন ধার্য থাকায়। তাকে ৩/৪ দিন পর পাঠানো হবে।

আর বুধবার (১৩ নভেম্বর) মহিলা আসামি কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা ওরফে পপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *