২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, দেশে যেখানেই অনিয়ম-দুর্নীতি সেখানেই কঠোর প্রতিরোধ গড়তে হবে। আজ ১২ নভেম্বর মঙ্গরবার চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান হলে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, গণশুনানি দুর্নীতির পথ চিহ্নিত করে। দূর্ণীতির মূলোৎপাটন করাই দূর্নীতি দমন কমিশনের লক্ষ্য।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতে আয়োজিত ১৩৭ তম গণশুনানিতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply