চবির নতুন প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)’র নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার নিজ ক্ষমতাবলে তাকে নিয়োগ দিয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। মঙ্গলবার দুপুরে আগামী এক বছরের জন্য প্রক্টর হিসেবে মনিরুল হাসানকে নিয়োগ দেয়ার পর বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলেও তিনি জানান।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আলী আজগর চৌধুরী। গত ১৭ জুন তার মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, অধ্যাপক এস এম মনিরুল হাসান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অসলো বিশ্ববিদ্যালয়, নরওয়ে থেকে সমাজতত্ব বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ব বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *