উৎসবমুখর প্রচারণায় জমে ওঠেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

দুইটি প্যানেল থেকে ৫২ জন এবং স্বতন্ত্র ৩ জন মিলে মোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসপাতালের মহিলা হোস্টেলে স্থাপিত ৩১টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।

৯ হাজার ৭২৪ জন লাইফ মেম্বার ২০টি ভোট প্রদানের মাধ্যমে পরিচালনা পর্ষদের সভাপতিসহ ২০ জন কর্মকর্তা নির্বাচিত করবেন। অপরদিকে ৩২৩ জন ডোনার মেম্বার পরিচালনা পর্ষদের ২ জন ডোনার সদস্য নির্বাচিত করবেন। অবশ্য ডোনার ক্যাটাগরি থেকে ইতিমধ্যে ডা. এম এ তাহের খান- রেজাউল করিম আজাদ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *