রাজনীতিতে বেপরোয়া আচরণ রাজনৈতিক দুর্ঘটনার কারণ হতে পারে-ওবায়দুল কাদের

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করছেন তারা রাজনৈতিক দুর্ঘটনার কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার এপ্রোচ সড়ক পরিদর্শনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপির মন্তব্য ঠিক বেপরোয়া চালকের মতো, যে কোনো সময় তাদেরও দুর্ঘটনা ঘটতে পারে। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেশি নয়।

প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ আগামী বছর কোরিয়ার অর্থায়নে শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক সেতুর কাজের ব্যাপারে কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে।

এছাড়া সরকার চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছেতার সম্ভাব্যতা যাচাইয়েরও কাজ চলছে বলে সাংবাদিকদেও জানিয়েছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এপ্রোচ সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালামসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *