রাউজানে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর আগমনে প্রস্তুতি সভা

২৪ ঘন্টা ডেস্ক : গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) এর ব্যবস্থাপনায় আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ তাহের শাহ (মাঃজিঃ আলী) এর শুভ আগমন উপলক্ষে আজ বিকাল ৪ টায় রাউজান দারুল ইসলাম মাদ্রাসায় এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। আগামী ১৬ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় তিনি অনুষ্ঠানে যোগ দেবেন।

অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীর সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হোসেন হায়দরির সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহম্মদিয়া ট্রাস্টের প্রচার ওপ্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী শামসুর রহমান।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুছা চৌধুরী, সাধরণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,সহ-সভাপতি মুহাম্মদ জমির উদ্দিন মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অর্থ সম্পাদক খোরশেদ আলম মাষ্টার, মুহাম্মদ হারুন সওদাগর, দারুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ রফিক আহম্মদ ওসমানী,মাওলানা মারফাতুন নুর, বি,এম জসিম উদ্দিন হিরু,মাওলানা জয়নাল আবেদীন জামাল, মুহাম্মদ আব্দুল মোতালেব,মোহাম্মদ আবু বক্কর, মাষ্টার জাফর, মাওলানা আবদুল খালেক,আলহাজ্ব নুরুল আমিন, এস আসাদ উল্লাহ,এস এম কামাল উদ্দিন,মুহাম্মদ হানিফ,মাওলানা সিরাজুল ইসলাম, এম এ মতিন,মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শওকত,কে এম ফারুক, মোহাম্মদ মোরশেদ, আব্দুল আওয়ালা সুজন,

উল্লেখ্য আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআলী) আগামী ১৬ নভেম্বর রোজ শনিবাত বিকাল ৩ টায় রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে রাউজান উপজেলা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় “রাহমাতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্স” এতে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন। এতে বিশেষ মেহমান হিসাবে আরো উপস্থিত থাকবে হুজুরের শাহাজাদা হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ।

হুজুর কেবলা রাউজান কলেজ মাঠে মাগরিব ও এশার নামাজের ইমামতি করবেন এবং বাদে আসর রাউজান স্কুল মাঠে সম্পুর্ন পর্দা সহকারে মহিলাদের বায়াত করাবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *