কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকা থেকে ২১ পিস ইয়াবা, ১ টি দেশীয় তৈরী ওয়ান গান ও ২ টি কার্তুজসহ আকবর হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব ৭।

গোপন সংবাদে গতরাত সাড়ে ৮ টার দিকে কুমিরা-সন্দ্বীপ ঘাটঘরের পরশমনি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আকবর হোসেন সন্দ্বীপের হারামিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ির আজিজুল হকের পুত্র। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি অস্ত্র আইনে, (মামলা নং১৯) তাং১৩/১১/১৯ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ( ২০১৮ ধারায় মামলা নং২০) দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আকবর অস্ত্র ও মাদক নিয়ে বিক্রিয়ের উদ্যেশ্য অবস্থান করছে এমন সংবাদের সূত্রে র‌্যাব তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ২১ পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরী ওয়ানগান ও ২ টি কার্তুজ উদ্ধার করে।

পরে উদ্ধার হওয়া ইয়াবা ও অস্ত্রসহ আকবর হোসেনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *