রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অনুমোদনহীন একটি বেকারিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ নভেম্বর বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার গহিরা ইউনিয়নে অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
এ সময় নোংড়া পরিবেশ, অনুমোদন না থাকা এবং কাপড়েরর রঙ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে বেকারির বিভিন্ন পণ্য তৈরী করার অভিযোগে শাহ পরাণ বেকারীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন বেকারির বিভিন্ন পণ্য তৈরী করে তা বিভিন্নস্থানে বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং শাহ পরাণ নামক বেকারিটির কোনো অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক শাহ নূর (৫২)কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া এ বেকারিতে ক্ষতিকারক উপাদানে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
Leave a Reply