হযরত নজির আহমদ শাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

২৪ খবর ডেস্ক : ঐতিহ্যবাহী ফটিকছড়ি ধর্মপুর সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত নজির আহমদ শাহ(রাঃ) নূরানি মাদরাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ ১৪নভেম্বর বৃহস্পতিবার মাদ্রাসা হলে অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব এ কে এম বখতিয়ার।

উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত পরিচালনা কমিটি সভাপতি মৌলনা মুছা কাদেরী সমাজসেবক ইউনুচ চৌধুরী আইয়ুব, মাষ্টার মৌলনা শফিউল আজম ইলিয়াস ‘আলহাজ্ব মৌলনা মহিনউদ্দীন মৌলনা কুতুবউদ্দীন, মৌলনা হাফেজ আবু সালেহ, মৌলনা ইউনুচ কাদেরি মৌলনা, হাফেজ মোস্তাফা হোসাইন, মৌলনা শহিদুল্লাহ্, হাফেজ নেজাম, হাফেজ জসিম মাষ্টার, পেয়ারু ইসলাম, মাষ্টার নাছির, জামসেদ, মাষ্টার জসিম উদ্দীন ও মজাহার রিয়াদ প্রমুক।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *