নতুন কোচ হিসেবে যাকে পছন্দ রোনালদোর

দলের বেহাল দশায় শেষ রক্ষা হয়নি। চাকরি গেছে ম্যানচেস্টার ইউনাইটে কোচ ওলে গানার সোলশায়ারের। অনেক গুঞ্জনের পর রোববার (২১ নভেম্বর) ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাকে আর রাখছে না ক্লাব। যদিও গত মাস খানেক ধরেই সোলশায়ারকে ‘বাই বাই টা টা’ বলে দেওয়ার গুঞ্জন চলছিল।

প্রিয় শিষ্য রোনালদোর মাঠের নৈপুণ্যে শেষ পর্যন্ত সুতোয় ঝুলছিল ভাগ্য। তবে শনিবার (২০ নভেম্বর) রাতে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হারের পর আর অপেক্ষা বাড়াল না ইউনাইটেড। সোলশায়ারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে রেড ডেভিলরা।

এদিকে, সোলশায়ারের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত মাইকেল চ্যারিককে ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী কোচ হওয়ার দৌড়ে এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে নিজের পছন্দের কোচের নাম জানিয়েছে ম্যানইউর সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

স্কাই স্পোর্টসের বরাতে জানা গেছে, স্পেনের বর্তমান কোচ লুইস এনরিকেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দেখতে চান রোনালদো।

একসময় কাতালোনিয়ার ক্লাব বার্সেলোনার হয়ে দায়িত্ব সামলেছেন লুইস এনরিকে। এরপর ২০১৮ সালে স্পেন জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। তার নেতৃত্বে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলে দল। এ ছাড়া আসন্ন কাতার বিশ্বকাপের টিকেটও নিশ্চিত করেছে স্পেন। এমন সাফল্যের মাঝেও রোনালদোদের কোচ হওয়ার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এনরিকে পাল্টা প্রশ্ন ছুড়েন, এটা কি এপ্রিল ফুল?

আরও বলেন, আমি যেখানে আছি, বেশ আছি। আমার ছেলেরা বিশ্বসেরা। তাদের নিয়েই কাজ করে যেতে চাই। এদিকে, সোলশায়ারের বিদায়ের পরই ফুটবল বিষয়ক ওয়েবসাইট মার্কা ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য পাঁচ কোচের নাম প্রকাশ করেছে। যে তালিকায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনালদোদের সাবেক কোচ জিনেদিন জিদানের নাম।

ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটিয়েছেন জিদান। তার দায়িত্বকালে স্প্যানিশ ক্লাবটি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুটি লা লিগা টাইটেল, দুটি সুপার কাপ ডে এস্পানা, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ফিফা ক্লাব কাপ শিরোপা জয়ের রেকর্ড গড়ে। সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারের পাশাপাশি রিয়ালে থাকাকালীন রোনালদো-জিদান গুরু শিষ্যের রসায়নও বেশ জমেছিল। আর তাই নতুন ক্লাবে আবারও পুরনো রসায়ন জমতে পারে, এমন আশায় সমর্থকদের চাহিদায়ও জিদান।

এদিকে, ওলে গানার সোলশায়ারের স্থলাভিষিক্ত ক্লাবের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার মাইকেল চ্যারিক। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে ভিলারিয়ালের বিপক্ষে মঙ্গলবারের (২৩ নভেম্বর) যদি দল জয় পায় তাহলে হয়তো ভাগ্য খুলে যেতে পারে চ্যারিকের।

অন্যদিকে, নাম শোনা যাচ্ছে ব্রেন্ডন রজার্সেরও। যিনি বর্তমানে লেস্টার সিটির দায়িত্ব সামলাচ্ছেন। এ ছাড়া আইরিশ এই কোচ এর আগে চেলটিক, লিভারপুল এবং সোয়ানসিয়া সিটিরও ম্যানেজার ছিলেন। এ ছাড়া ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ লরেন্ট ব্লাঙ্ক এর আগে দায়িত্ব সামলেছেন প্যারিসের ক্লাব পিএসজির। যেখানে তিনটি লিগ ওয়ান শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তার।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *