চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে প্রবাসী স্বামী। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার পৌরসদর ৬নং ওয়ার্ডের মহিউদ্দিন জসিম এর ভাড়া বাসা থেকে লাকি আক্তার(২৫) এর লাশটি উদ্ধার করে। জানা যায়, সকালে পাশের ঘরে বাসিন্দারা লাকি আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাকি আক্তারের স্বামী সৌদি প্রবাসী আব্দুল মান্নান বুধবার রাতে দেশে ফিরে স্ত্রীকে হত্যা করে বলে জানান লাকি আক্তারের বড় ভাই মজিবুর হক। তিনি বলেন, উপজেলার মুরাদপুর ইউনিয়নের আব্দুল মান্নান এক বছর পূর্বে আমার ছোট বোনকে বিয়ে করে।
পৌরসদর এলাকায় একটি ভাড়া বাসায় বোনকে রেখে সে প্রবাসে চলে যায়। তার আরো একটি স্ত্রী রয়েছে। বুধবার রাতে সে দেশে এসেছে বলে আমার বোনকে ফোন করে বলে। বিষয়টি আমাদেরকেও জানান। বৃহস্পতিবার সকালে খবর পায় আমার বোনের লাশ পড়ে আছে। এঘটনার পর থেকে স্বামী পালিয়ে আছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে প্রবাসী স্বামী পারিবারিক কহলের জেরে স্ত্রীকে
শ্বাসরোধে হত্যা করেছে। নিহত লাকি আক্তারের গলায় উড়না পেঁচানো রয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply