সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মাইক্রো বাসের ধাক্কায় মোজাফফর হোসেন তালুকদার (৫৪) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিলস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর বগুড়া জেলার কাহালু থানার সমন তাহেরপুর পাড়া গ্রামের মৃত হাফিজ তালুকদারের পুত্র। সে হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন।
জানাযায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবার মামলা করবে না মর্মে জানালে আলোচনার ভিত্তিতে পোষ্টমোটেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসের ড্রাইভার পালিয়ে গেছে, গাড়িটি আটক করা হয়েছে।
Leave a Reply