কক্সবাজারে পর্যটক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামি।
শনিবার রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পর্যটন পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম আশিক, একই এলাকার মো. শফিউদ্দিন শফির ছেলে ইসরাফিল হুদা জয় ও আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান বাবু এবং কক্সবাজার সদরের পিএমখালীর জসিম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ছোটন।
কক্সবাজারের জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করে পুলিশ। রিয়াজ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে পাঠায়।
অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, এই পাঁচজনের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামি। অন্য তিনজনকেও আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এন-কে
Leave a Reply