মোহাম্মদ আলীর দ্বিতীয় চলচ্চিত্র ‘দামপাড়া’

দ্বিতীয় বারের মত চলচ্চিত্রে অভিনয় করলেন চট্টগ্রামের মঞ্চ ও টিভি অভিনেতা মোহাম্মদ আলী। চট্টগ্রাম থেকে নির্মিতব্য ‘দামপাড়া’ চলচ্চিত্রে এক্সট্রা অভিনয় শিল্পী হিসেবে গত রোববার ও সোমবার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

সত্য ঘটনা অবলম্বনে ‘দামপাড়া’ চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাট্যকার আনন জামান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন। কারিগরী সহযোগিতায় রয়েছে ‘আখড়াই’। এর দুইটি প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও ভাবনা।

গত শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম সিটিতে চলচ্চিত্রটির দৃশ্য ধারন শুরু হয়েছে। এর আগে ৪৭ বাংলার ব্যানারে নির্মিত কাজী মাজহারুল হকের প্রযোজনায় ও অনির্বাণ করিম পরিচালিত ‘হুইল চেয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মোহাম্মদ আলী।

২০০৭ সালে থিয়েটার স্লোগান চট্টগ্রামে যোগদানের মাধ্যমে নাট্য জীবন শুরু হয় তার। এ দলের হয়ে অভিনয় করেছেন ‘সংবাদ কার্টুন’ নাটকে। ২০০৮ সালে যোগ দেন গ্রুপ থিয়েটার নাট্যাধারে। এ দলের হয়ে এ পর্যন্ত মঞ্চ নাটক ‘স্মৃতি ৭১, শিখন্ডী কথা, হিড়িম্বা, বীরাঙ্গনা সাক্ষাৎকার, ভগা কাইন, কাল বোধন, মাস্টারদা, ফুলজান, উন্মাদ সাক্ষাৎকার, ৩২ ধানমন্ডি এবং…’ ‘দাম দিয়ে কিনেছি’ এবং যাত্রাপালা ‘বাংলার মহানায়’কে অভিনয় করেছেন আলী। তার করা অন্য কাজগুলো হল টিভি বিজ্ঞাপন ‘জাগরণের গান- দুই (অপারেশন জ্যাকপট, বাংলালিংক-২০১০), টিভি নাটক: ‘ভালবাসার অন্য রং (ইউটিউব), ‘জলতরঙ্গ’ (টিভি সিরিয়াল, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র), টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল’ (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র), টিভি নাটিকা/পিলার: ‘ফরমালিন’ (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র), ‘নৈতিকতা (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র)’ ডকুমেন্টারি: ‘লাইসেন্স (সিএমপি, ট্রাফিক পশ্চিম বিভাগ), ডকুড্রামা ‘বুদ্ধি গরি চলি’ (উন্নয়নের জন্য থিয়েটার বিষয়ক)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্ম নেয়া মোহাম্মদ আলী অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন চট্টগ্রাম কলেজ থেকে। কর্ম জীবনে তিনি একজন পেশাদার সাংবাদিক। বর্তমানে কাজ করছেন আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল চলমান নিউইয়র্কে। অভিনয় ও সাংবাদিকতা দুইটায় সমান তালে চালিয়ে যেতে চান অভিনেতা আলী।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *