প্রধানমন্ত্রী’র ৭৩তম জন্মদিনে মানিকছড়িতে আনন্দ র‌্যালি

-আওয়ামী-লীগ

খাগড়াছড়ি প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মানিকছড়ি আওয়ামী লীগ নেতাদের উদ্দ্যেগে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার সকালে উপজেলার দলিয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে মানিকছড়ি আমতল চত্তর গুরে দলিয় অফিসে গিয়ে শেষ হয়। মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা র‌্যালীতে অংশগ্রহণ করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি তাজুল ইসলাম বাবুল, সিনিয়র সভাপতি সামায়উন ফরাজী সামু, য়ুবলীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ইসলাম বাচ্ছু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. জামাল হোসেন, নিলয় প্রমুখ।

এছাড়া দলের নেতাকর্মী, সমর্থক-শুভ্যানুধ্যায়ীরা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ৭৩তম জন্মদিন পালন করছেন।

১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২৪ ঘন্টা/আলমগীর/আরএস..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *